২৭ নভেম্বর, ২০১৫ ১৭:১৩

নার্সিং ভর্তি পরীক্ষায় প্রক্সি, ২২ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

নার্সিং ভর্তি পরীক্ষায় প্রক্সি, ২২ জনের কারাদণ্ড

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অধিভুক্ত নার্সিং ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি গিয়ে আটক ২২ ভুয়া পরীক্ষার্থীর প্রত্যেককে ৭দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ঢামেক ও ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার হল থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া জায়গিরদার তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন।

তাসমিয়া জায়গিরদার জানান, নার্সিং ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার হল থেকে ২২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে ঢামেক কেন্দ্র থেকে ১১ জন এবং ইডেন মহিলা কলেজ কেন্দ্র থেকে ১১ জন আটক করা হয়। পরে তাদেরকে ঢামেক কেন্দ্রে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর