২৭ নভেম্বর, ২০১৫ ২০:০৮

এবার নির্বাচন পেছানোর দাবি ওয়ার্কার্স পার্টির

অনলাইন ডেস্ক

এবার নির্বাচন পেছানোর দাবি ওয়ার্কার্স পার্টির

১৫ দিন পেছানোর শর্তে বিএনপির আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার ৪ ঘণ্টার মাথায় নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে আওয়ামী লীগের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার বিকেলে পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, দলীয়ভাবে ও দলীয় প্রতীকে প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে। ওয়ার্কার্স পার্টি এটিকে দৃঢ়ভাবে সমর্থন করে। এ ক্ষেত্রে দলগুলোকে প্রার্থী বাছাই ও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় দিতে হবে।

মেনন ও বাদশা আরও বলেন, ‘নির্বাচন কমিশন নিজেও এ ব্যাপারে সঠিকভাবে প্রস্তুত নয়, সেটা তাদের আচরণে লক্ষণীয়। কমিশন এই নির্বাচন ও আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সামান্যতম মতবিনিময়ও করেনি। কেবল তা-ই নয়, পৌরসভা নির্বাচন, আচরণবিধি এবং নির্বাচনসংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ে কমিশনের বক্তব্যের মধ্যে অসংগতি লক্ষ্য করা যাচ্ছে।’

তবে ওয়ার্কার্স পার্টি আশা করে, নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করে নতুন তফসিল ঘোষণা করবে।

বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর