২৮ নভেম্বর, ২০১৫ ১৯:৪০

বিদেশিদের রেড অ্যালার্ট জারির বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

বিদেশিদের রেড অ্যালার্ট জারির বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রত্যাখ্যান

বাংলাদেশে বিদেশিদের রেড অ্যালার্ট জারির বিষয়টি প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, বাংলাদেশ আগে যে অবস্থা ছিল এখনও সেই অবস্থায় আছে। রেড অ্যালার্ট দেওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত অস্ট্রেলিয়ার নাগরিকদের ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে আজ শনিবার বিকেলে রাজশাহীর কলেজিয়েট স্কুলে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা জানান।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সরকারি পৃষ্ঠপোষকতায় রাজশাহী অঞ্চল থেকে ধর্মীয় সন্ত্রাসবাদ অন্যান্য জেলায় রফতানি করা হয়েছে। মানুষের ধর্মীয় বিশ্বাস, সরলতার সুযোগ নিয়ে এসব করা হয়েছে। আমরা এখন এসব থেকে বেরিয়ে আসতে কাজ করছি। বই ওইসব সন্ত্রাসীদের চেয়ে শক্তিশালী।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর