২৯ নভেম্বর, ২০১৫ ১৩:৩৭

'জঙ্গিবাদ প্রতিহত করতে ইমামরা ভূমিকা রাখতে পারে'

অনলাইন ডেস্ক

'জঙ্গিবাদ প্রতিহত করতে ইমামরা ভূমিকা রাখতে পারে'

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র প্রতিহত করতে ইমাম সাহেবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, শিগগির ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় মসজিদের ইমাম ও আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা করা হবে। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য ইমাম সাহেবদের আহ্বান জানানো হবে।

আজ রবিবার বেলা সোয়া ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এসব কথা বলেন। 

মায়া জানান, সভায় বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করার পাশাপাশি জঙ্গিরাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে মসজিদের ইমামদের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহনগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

 

বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর