২৯ নভেম্বর, ২০১৫ ১৫:৫০

সাংবাদিক জগলুল আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

সাংবাদিক জগলুল আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট জগলুল আহমেদ চৌধূরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ২৯ নভেম্বর রাজধানীর কারওয়ানবাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। 

জগলুল আহমেদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নিয়মিত কলাম লেখক ছিলেন। 

জগলুল আহমেদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে। তার বাবা নাসিরউদ্দিন চৌধুরী যুক্তফ্রন্ট সরকারের আইনমন্ত্রী ছিলেন। ঢাকার বনানীতে বাস করতেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী।

জগলুল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেন। নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জগলুল আহমেদ ১৯৮৮-৮৯ সালে অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ছিলেন।


বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর