২৯ নভেম্বর, ২০১৫ ১৯:৩৭

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে স্বামী-স্ত্রী শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে স্বামী-স্ত্রী শ্রীঘরে

শ্লীলতাহানির মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শ্রীঘরের বাসিন্দা হলেন স্বামী-স্ত্রী। তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা মামলা দিয়ে প্রতারণার অভিযোগে রবিবার ওই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো.সেলিম মিয়া। একই সাথে শ্লীলতাহানির মামলার অভিযুক্ত তিন জনকে জামিনের আদেশ দেন বিচারক।

আটক হওয়া স্বামী-স্ত্রী হলেন নগরীর বায়েজীদ থানাধীন আলীনগর এলাকার বাসিন্দা সুমি আকতার ও তার স্বামী মো. ইব্রাহিম। 

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এম এ নাসের বলেন, গত ৫ মে সুমি আক্তার তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার আরজিতে বলা হয়, ২৫ এপ্রিল মফিজ, শফিক ও এরশাদ সুমি আক্তারের শ্লীলতাহানি করেন। রবিবার সুমি আক্তারই তাদের জামিনে আপত্তি নেই বলে জানালে আদালতের সন্দেহ হয়। এসময় আদালতের প্রশ্নের জবাবে সুমি মিথ্যা মামলা করেছিল বলে স্বীকার করে নেয়।  আদালত সুমি ও তার স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর