শিরোনাম
৩০ নভেম্বর, ২০১৫ ২১:৩০

'দেশবাসী ব্যর্থ নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না'

অনলাইন ডেস্ক

'দেশবাসী ব্যর্থ নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না'

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় পার্টির আর কোনো বিকল্প নেই। দেশবাসী আর কোনো ব্যর্থ নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না। তাই সকল পেশার মানুষ এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকে পড়ছে।’

তিনি আরও বলেন, ‘এ দেশে জাতীয় পার্টিই সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমাদের দল ক্ষমতায় যাবে। জনগণ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে যারা জাতীয় পার্টিতে যোগদান করছেন তারা সঠিক সময় সঠিক কাজ করছেন।’

আজ সোমবার বিকেলে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাফিউল ইসলাম শাফীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, আযম খান, মীর আব্দুস সবুর আসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নূরুল ইসলাম নূরু প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর