৫ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪৮

আড়ানী পৌরসভায় তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আড়ানী পৌরসভায় তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া তিন মেয়র প্রার্থীর মনোয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার প্রার্থীতা বাছাইয়ের প্রথম দিনে তিন মেয়র প্রার্থীর প্রার্থীতা বাতিল হয় বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম।

প্রার্থীতা বাতিল হওয়া তিন মেয়র প্রার্থী হলেন: বর্তমান মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, আ’লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ কলিন্স।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মেয়র প্রার্থী নজরুল ইসলাম হলফনামায় তার স্বাক্ষর করেননি। মতিউর রহমান ও মাসুদ পারভেজ কলিন্সের প্রার্থীতা বাতিল হয়েছে নিয়ম অনুযায়ী ১০০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত আইডি কার্ডের ফটোকপি না দেয়ায়।

এদিকে, মেয়র পদে তিন প্রার্থীর প্রার্থীতা বাতিল হওয়ার পরে আড়ানীতে এখন প্রার্থী সংখ্যা তিনজন। টিকে থাকা তিনজন প্রার্থী হলেন, আওয়ামী লীগ থেকে মনোনীত মুক্তার আলী, বিএনপি থেকে মনোনীত তোজাম্মেল হক ও জাসদের (ইনু) জিয়াউল হক জুয়েল।

 


বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর