৫ ডিসেম্বর, ২০১৫ ১৭:২১

'পৌরসভা নির্বাচন নিরপেক্ষ করার দায়িত্ব ইসির'

অনলাইন ডেস্ক

'পৌরসভা নির্বাচন নিরপেক্ষ করার দায়িত্ব ইসির'

পৌর নির্বাচন কিভাবে নিরপেক্ষ হবে তা প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহাবুবুর রহমান।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহাবুব বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল একতরফা নির্বাচন। ওই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আমরা বিএনপি ও ২০ দল গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছি।

গণতন্ত্র রক্ষার উদ্দেশ্য আমরা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এ লক্ষ্যে প্রার্থীও মনোনয়ন দিয়েছি।

তিনি বলেন, আমাদের সন্দেহ আছে এই নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে। কথা উঠেছে এই নির্বাচন কমিশন সরকারের অঙ্গ সংগঠন। এখন এই নির্বাচন কিভাবে নিরপেক্ষ হবে তা প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর