৭ ডিসেম্বর, ২০১৫ ১৯:৫৬

ছিনতাইকালে পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট


ছিনতাইকালে পুলিশ সদস্য আটক

সিলেট নগরীতে ছিনতাইকালে এক পুলিশ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। সোমবার বেলা দেড়টার দিকে নগরীর বারুতখানা এলাকা থেকে শরীফ রানা নামের ওই ছিনতাইকারীকে আটক করা হয়। 

আটক শরীফ রানা সিলেট জেলা পুলিশের মোটরযান সেকশনের কনস্টেবল। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়স্থ আল ফালাহ টাওয়ারের বাসিন্দা আনসার আলীর মেয়ে তামান্না আক্তার কলি বেলা পৌনে ১২টার দিকে দুইলাখ টাকা নিয়ে তার ভাইয়ের সঙ্গে বারুতখানাস্থ ডাচবাংলা ব্যাংকে আসেন। ওই ব্যাংক থেকে আরও ৬ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে পার্শ্ববর্তী ব্র্যাক ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। ব্যাংক থেকে বের হওয়ার পর একটি মোটরসাইকেলে দুই যুবক এসে তামান্নার কাছ থেকে দুইলাখ টাকা রক্ষিত ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে এসে শরীফ রানাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করেন।

সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, ছিনতাইয়ের অভিযোগে জনতা এক যুবককে পুলিশে সোর্পদ করেছে। থানায় আসার পর ওই যুবকের পরিচয় পুলিশ সদস্য বলে জানা গেছে। 


বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর