৮ ডিসেম্বর, ২০১৫ ০৮:২৬

শাহজালালে ১৮ কেজি স্বর্ণ আটক

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে ১৮ কেজি স্বর্ণ আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৮ কেজি ৮০০ গ্রাম ওজনের স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ''এমএইচ-১৯৬নং মালয়েশিয়ান একটি এয়ারলাইন্সের বিমান থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো বিমানের ১২ ই এবং এফ সিটের নিচে ৮টি বাণ্ডেলে রাখা ছিলো। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।''

স্বর্ণ আটকের পর সোমবার রাত ১২টায় হযরত শাহজালাল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে শুল্ক-গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম-পরিচালক মুহাম্মদ শাফিউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। ওই সিটে কোনো যাত্রী না থাকায় কাউকে আটক করা হয়নি। তবে আশপাশের সিটের যাত্রীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রয়োজন হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর যেহেতু মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে, সেহেতু ওই এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর