৩০ ডিসেম্বর, ২০১৫ ২১:১৪

চট্টগ্রামের দশ পৌরসভায়ই আওয়ামী লীগের

সাইদুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রামের দশ পৌরসভায়ই আওয়ামী লীগের

শঙ্কা, সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া পৌরসভা নির্বাচনে ১০ টিতেই মেয়র পদে আওয়ামী লীগ বিজয়ী হয়েছেন।

সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। রাত আটটায় বেসরকারিভাবে ১০ পৌরসভার আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়।

বর্তমানে মেয়র বিএনপি সর্মথিত থাকলেও এবার রাউজান ও রাঙ্গুনীয়ায় আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে। আর সন্দ্বীপে বর্তমান মেয়র আওয়ামী লীগ সর্মথিত প্রার্থী আবারও নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামের সব পৌরসভায় আওয়ামী লীগ সর্মথিত প্রার্থীরা রয়েছেন। এদের মধ্যে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন বারৈয়ারহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন পেয়েছেন ভোট পান ৫ হাজার ৬’শ ৬৬ ভোট। বিএনপি প্রার্থী মঈন উদ্দিন লিটন পেয়েছেন ৮’শ ২৮ ভোট।

মিরসরাইয়ে আওয়ামী লীগ প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৭ হাজার ২’শ ৯৭ ভোট। বিএনপি প্রার্থী এজেডএম রফিকুল ইসলাম পারভেজ পেয়েছেন ৪’শ ৭৫ ভোট এবং ইসলামী আন্দোলনের আরিফ মঈনুদ্দিন পেয়েছেন ৩৪ ভোট।  

সন্দ্বীপে আওয়ামী লীগ প্রার্থী জাফরুল্লাহ টিটু পেয়েছেন ২০ হাজার ৮’শ ৪৩। বিএনপি প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর পেয়েছেন ৪’শ ৫৬ ভোট।

সীতাকুণ্ডে আওয়ামী লীগ প্রার্থী বদিউল আলম পেয়েছেন ১৪ হাজার ৮’শ ৩২ ভোট। বিএনপি প্রার্থী সৈয়দ আবুল মনসুর পেয়েছেন ২ হাজার ৯’শ ৪২ ভোট। অপর মেয়র প্রার্থী জাতীয় পার্টির নুরুন্নবী ভুইয়া ৩’শ ২২ ভোট, জামায়াত সর্মথিত তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৯’শ ২৪ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে যাওয়ার পরও নায়েক (অব.) শফিউল আলম পেয়েছেন ৩’শ ৫৩ ভোট ও সিরাজ উদ্দোলা ছুট্টু পেয়েছেন ৬৫ ভোট। এছাড়া সামশুল আলম আজাদ নামের একজন বিএনপি সমথিত পুরুষ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। বাকিরা সবাই আওয়ামী লীগ সর্মথিতরা নিবার্চিত হয়েছেন।

রাউজানে আওয়ামী লীগ প্রার্থী দেবাশীষ পালিত পেয়েছেন ২৮ হাজার ১’শ ৬২ ভোট। বিএনপি প্রার্থী কাজী আবদুল্লাহ আল হাসান পেয়েছেন ২ হাজার ১’শ ২০ ভোট। এ পৌরসভায় অপর স্বতন্ত্র প্রার্থী মীর মনছুর উদ্দিন ৮’শ ১৫ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমঝোত হওয়ার পরও ৭৪ ভোট পেয়েছেন। তবে রাউজানে সংরক্ষিতসহ সব কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে গেছে।

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান শিকদার পেয়েছেন ১২ হাজার ৯’শ ৮৭ ভোট। বিএনপি প্রার্থী হেলাল উদ্দিন খান পেয়েছেন ২ হাজার ১’শ ৫৮ ভোট।

চন্দনাইশে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম খোকা পেয়েছেন ১১ হাজার ৫’শ ২২ ভোট। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী মোহাম্মদ আইয়ুব কুতুবী (ছাতা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৭’শ ৭০ ভোট।

সাতকানিয়ায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জোবাইর পেয়েছেন ২০ হাজার ২’শ ৫৭ ভোট। বিএনপি প্রার্থী হাজী রফিকুল আলম পেয়েছেন ২ হাজার ২’শ ৮৯ ভোট।

বাঁশখালিতে আওয়ামী লীগ প্রার্থী সেলিমুল হক পেয়েছেন ১৩ হাজার ৩’শ ৩০ ভোট। বিএনপির প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী পেয়েছেন ৬ হাজার ৩’শ ৫০ ভোট।

পটিয়ায় আওয়ামী লীগ প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ১২ হাজার ৯৬ ভোট। বিএনপি প্রার্থী তৌহিদুল হক পেয়েছেন ৭ হাজার ৫’শ ৩৫ ভোট, জাতীয় পার্টি সামসুল আলম মাস্টার পেয়েছেন ৫ হাজার ৫’শ ১ ভোট। তবে সর্বশেষ খবর পর্য়ন্ত কাউন্সিলর পদে ভোট গণনা চলছে। এই ১০ পৌরসভায়ও আওয়ামী লীগ সর্মথিত অধিকাংশ কাউন্সিলর প্রার্থীরা জয়ী হওয়ার পথে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর