৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৩

চা বিক্রেতার মৃত্যু; শাহ আলী থানার ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক

চা বিক্রেতার মৃত্যু; শাহ আলী থানার ওসি প্রত্যাহার

‘পুলিশের লাঠির আঘাতে’ চুলা থেকে ছিটকে পড়া তেলে দগ্ধ চা বিক্রেতা বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনায় রাজধানীর মিরপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সর্দার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শাহআলী থানার এসআই, এএসআই ও কনস্টেবলসহ পুলিশের ৫ সদস্যকে বরাখাস্ত করা হয়।

প্রসঙ্গত, চা বিক্রেতা বাবুলের পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে পুলিশ বাবুলের দোকানের কেরোসিনের চুলায় লাঠি দিয়ে আঘাত করেছিল। এতে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর