৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৫০

ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী বহিস্কার

ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৫ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই ১৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয় বলে জানিয়েছেন জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ।

বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র মো. সাগর হোসাইন, এমবিএ’র আলাউর খান ইমরান, এলএলবি’র ইলিয়াস আহমেদ পুনম, ইংরেজি বিভাগের আনিসুর রহমান আনিস, বিবিএ’র মইনুল ইসলাম মইনুল, আশিক উদ্দিন আশিক, এলএলবি’র আবদুল আউয়াল সোহান, ইংরেজি বিভাগের বশির উদ্দিন আহমেদ তুহিন, বিবিএ’র সুজন মিয়া, এলএলবি’র হারুন রশিদ হারুন, বিবিএ’র কাজী কামরুল আহমেদ, বিবিএ’র নয়ন রায়, ইসিই’র সাইদুর রহমান সায়মন, বিবিএ’র বিশ্বজিৎ দে বাপন, বিবিএ সায়েদুর রহমান সুমন। বহিস্কৃত সকল শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনে হামলার শিকার হন ওই বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হাবীব। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই কাজী হাবীব মারা যান। পরে বিশ্ববিদ্যালয়ের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে হামলাকারী হিসেবে ছাত্রলীগ কর্মীদের সনাক্ত করা হয়।

বিডি-প্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর