৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:১৯

বংশালে গ্যাসের চুলা মেরামত করতে গিয়ে দগ্ধ ৩

অনলাইন ডেস্ক

বংশালে গ্যাসের চুলা মেরামত করতে গিয়ে দগ্ধ ৩

রাজধানীর বংশাল থানাধীন আগামাছি লেনের একটি বাসায় গ্যাসের চুলা মেরামত করতে গিয়ে তিনজন দগ্ধ হয়েছেন। এরা হলেন- চুলা মিস্ত্রি দেলোয়ার (৩০), মিস্ত্রির সহকারী মালেক(৩০) এবং গৃহকর্ত্রী পারভিন আক্তার(৪৫)। রবিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৩টার দিকে গৃহকর্তা ইয়াকুব আলী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইয়াকুব আলী জানান, দেলোয়ার ও মালেক গ্যাসের চুলা মেরামতের কাজ করছিলেন। এ সময় দাঁড়িয়ে দেখছিলেন পারভিন আক্তার। চুলা মেরামত শেষে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। এ সময় তাদের তিনজনের গায়ে আগুন ধরে যায়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধদের মধ্যে দেলোয়ারের শরীরের ১৭ ভাগ, মালেকের ১৫ ভাগ এবং পারভিনের ৭ ভাগ পুড়ে গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা আশঙ্কামুক্ত।

বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর