৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪২

'প্রথম দফায় ৪০০ ইউপি’তে নির্বাচন করার কথা ভাবছে ইসি'

অনলাইন ডেস্ক

'প্রথম দফায় ৪০০ ইউপি’তে নির্বাচন করার কথা ভাবছে ইসি'

এইচএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকেও সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ১১ থেকে ১২ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ৪০০ ইউপি’তে নির্বাচন করার কথা ভাবছে ইসি, যা শুরু হবে আগামী মার্চের শেষের দিকে।

সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাভেদ আলী।

জাভেদ আলী বলেন, এক্ষেত্রে আগামী বৃহস্পতিবার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু ইউপি নির্বাচনে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচারণা নির্দিষ্ট। তাই পরীক্ষা মাঝে নির্বাচন হলে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর