৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:১৮

চট্টগ্রামে জোড়া খুনের মূল আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে জোড়া খুনের মূল আসামি গ্রেফতার

চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ির মা-ছেলে হত্যার মুল হোতা রুবেলকে দীর্ঘ পাচঁবছর পর গ্রেফতার করেছে পিবিআই’র সদস্যরা।

গত সোমবার রাতে কর্ণফুলী থানার এস আলম সুপার মিলের সামনের বস্তি থেকে গ্রেফতার করেছেন বলে জানান পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক।

জানা যায়, ২০১১ সালের ২ ডিসেম্বর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকার সিআরবি বস্তিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা-ছেলেকে কুপিয়ে খুন করে কিছু মাদক ব্যবসায়ী। ঘটনার মূল আসামি মাদক ব্যবসায়ী রুবেল এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও পাঁচবছর পর এসে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক বলেন, অভিযোগপত্রে মূল আসামির নাম না থাকায় আদালত তা গ্রহণ না করে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন। সিআইডিও তদন্তে মূল আসামিকে খুঁজে পায়নি। অভিযোগপত্র গ্রহণ না করে আদালত তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। গতকাল সোমবার রাতেই তাকে গ্রেফতার করে পিবিআই’র সদস্যরা।

বিডি-প্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর