৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:১৩

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ১১ পথচারীকে জরিমানা

অনলাইন ডেস্ক

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ১১ পথচারীকে জরিমানা

ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরসংলগ্ন ফুটপাত দখল করে বসা ৫০০ দোকান উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ১১ জন পথচারীকে জরিমানা করা হয়।

ঢাকা মেট্রোপলিটনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মিরপুর-১০ এর গোল চত্বরের আশপাশের এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কমপক্ষে ৫০০ দোকান উচ্ছেদ করা হয়েছে।

এদিকে, ওভারব্রিজ থাকা সত্ত্বেও সড়ক দিয়ে রাস্তা পারাপার করায় ১১ জনকে মোট ৯০০ টাকা জরিমানা করা হয়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার বন্ধে ফুটওভার ব্রিজ ব্যবহার উৎসাহিত করতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান মশিউর রহমান।

বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর