১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:০৩

'২০২০ সালের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে'

অনলাইন ডেস্ক

'২০২০ সালের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে'

ফাইল ছবি

চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী অগাস্টেই এর প্রথম ধাপের অবকাঠামো নির্মাণ শুরু হবে।

বুধবার কুড়িল ফ্লাইওভার এলাকায় প্রকল্পের টেস্ট পাইলিংয়ের কাজ পরিদর্শনে গিয়ে দীর্ঘ উড়াল সড়কটি নির্ধারিত সময়ের আগেই হওয়ার আশার কথাও এসময় সাংবাদিকদের জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, “তিন ধাপে নির্মাণ সম্পন্নের পরিকল্পনায় থাকা এ সড়কের ১০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২০ সালে পুরো কাজ শেষ করার কথা থাকলেও ২০১৯ সালের মধ্যেই তা সম্পন্ন করা যাবে বলে সংশ্লিষ্টরা আমাকে আশা দিয়েছেন।”

ওবায়দুল কাদের জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে প্রথম ধাপের ইউটিলিটি লাইন ও স্থাপনা প্রতিস্থাপন শেষ হয়েছে। বিমানবন্দর থেকে বনানী স্টেশন পর্যন্ত প্রথম ধাপের অংশের ৫০ শতাংশ জমি অধিগ্রহণ শেষে নির্মাণ সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট জমি চলতি মাসেই হস্তান্তর করা হবে। আগামী ১৬ অগাস্ট মূল স্থাপনা নির্মাণ কাজ শুরু হবে।

বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর