শিরোনাম
১০ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৫৪

বান্ধবীর অশালীন ছবি ফেসবুকে দেওয়ায় সহপাঠীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বান্ধবীর অশালীন ছবি ফেসবুকে দেওয়ায় সহপাঠীর বিরুদ্ধে মামলা


বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে কৌশলে অচেতন করে তার অশালীন ছবি তুলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার বিকেলে ওই ছাত্রী বাদী হয়ে পর্নোগ্রাফী আইনে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন একই কলেজের একাদশ শ্রেনীর ছাত্র জুবায়ের হোসেন আসিফ ও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মিরাজ হোসেন অমি। তাদের বাড়ি জেলার বানরীপাড়া উপজেলায়।

কোতয়ালী মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসাইন জানান, মামলার বাদী ও আসামী আসিফের বাড়ি একই এলাকায়। একই কলেজে পড়াশোনার সুবাদে ওই ছাত্রীর সাথে আসিফের পূর্ব পরিচয় রয়েছে। অপর আসামি মিরাজ আসিফের বন্ধু। গত ৩ ডিসেম্বর নোট দেয়ার কথা বলে ওই ছাত্রীকে মুঠোফোনে ডেকে নগরীর কাজীপাড়ায় মিরাজের মেসে নিয়ে যায়। সেখানে কোমল পানীয়ের সাথে কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে ওই ছাত্রীকে খাওয়ায় তারা। এতে ওই ছাত্রী অচেতন হয়ে পড়লে আসিফ ও মিরাজ মুঠোফোনে তার (ওই ছাত্রী) অশালীন ছবি তোলে। সম্প্রতি ওই ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা।

মামলার অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

                                          

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর