১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৫৫

সাগর-রুনির বিচারে আশা ছাড়বেন না: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

সাগর-রুনির বিচারে আশা ছাড়বেন না: আইনমন্ত্রী

সাগর সরোয়ার ও মেহেরুন রুনি

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার পেতে আশা না ছাড়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সাগর-রুনি হত্যার বিচারের দীর্ঘসূত্রিতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এই কথাটা মন্ত্রী নয়, আইনজীবী হিসেবে জিজ্ঞেস করলে ভাল হত। তদন্ত জিনিসটা বড় কঠিন। যখন ক্লুলেস (প্রমাণবিহীন) মার্ডার হয়, তখন তদন্তকারী সংস্থার জন্য এ মামলা সলভ (সমাধান) করা ডিফিকাল্ট (কঠিন) হয়ে যায়।’

আনিসুল হক বলেন, ‘আটচল্লিশ মাস চলে গেছে বলে এ হত্যাকাণ্ডের বিচার বা তদন্ত শেষ হয়ে যাবে তা নয়। যতক্ষণ পর্যন্ত আসামিদের না ধরা যাবে ততক্ষণ পর্যন্ত তদন্ত চলবে বলেই আমার বিশ্বাস।’

তিনি বলেন, ‘এমন হয় এটা বাস্তব। কিছু অপরাধ আছে, কিছু হত্যাকাণ্ড আছে যা তাড়াতাড়ি তদন্ত করে বের করা যায়। কিছু আছে দেরি হয়। আপনাদের কাছে আমার এ টুকু আহ্বান থাকবে আশা ছাড়বেন না।’

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওইদিন ঘটনাস্থল পরিদর্শন করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। কিন্তু বৃহস্পতিবার সাগর-রুনির হত্যাকাণ্ডের চার বছর পূর্ণ হলে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি।

বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর