১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২৯

নয়াপল্টনে ৩টি ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

নয়াপল্টনে ৩টি ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল মান্নান নামের একজনকে গণপিটুনি দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশও কাউকে আটক করতে পারেনি।

ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল করিম সরকার জানান, ককটেল বিস্ফোরণের সাথে সাথেই আমরা ছুটে গিয়ে ভাসানী ভবনের গলির ভেতর থেকে আব্দুল মান্নান নামে একজনকে হাতেনাতে ধরে ফেলি। তখন তার হাতে একটি খালি প্যাকেট ছিল। আমরা ধারণা করছি, ওই প্যাকেটেই ককটেল ছিল।

গত কয়েক দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত ছিল।

প্রসঙ্গত, ছাত্রদলের পূণাঙ্গ কমিটি ঘোষণার পর সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে গত চার দিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও কার্যালয়ের আশপাশে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গত সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।

বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর