১১ ফেব্রুয়ারি, ২০১৬ ২৩:০৬

কাস্টমস কর্মকর্তাকে হুমকি, সিএন্ডএফ এজেন্টসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

কাস্টমস কর্মকর্তাকে হুমকি, সিএন্ডএফ এজেন্টসহ গ্রেফতার ২


ঢাকা কাস্টমস হাউজ কর্মকর্তা শহিদুজ্জামান সরকারকে হত্যার হুমকির ঘটনায় বিমানবন্দরের সিএন্ডএফের এক এজেন্টসহ দু'জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন- সিএন্ডএফ এজেন্ট কামরুজ্জামান লিটন এবং কুরিয়ার ব্যবসার সঙ্গে জড়িত ইয়াকুব চৌধুরী।

বুধবার দিবাগত রাতে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১ এর লে. কমান্ডার কাজী মো. শোয়াইব।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন চোরা চালানকারীর সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুজ্জামান সরকারকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। এবিষয়ে তিনি বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলায় বিমানবন্দর থানা ছাত্রলীগের সেক্রেটারি লিজাউর রহমান বিপুল, তার চাচাতো ভাই নজরুল ইসলাম সুজন, সুজনের ভাই নয়ন, কামরুজ্জামান লিটন, ইয়াকুব চৌধুরীসহ ৬ জনকে আসামি করা হয়।
পরে কাস্টমস কর্মকর্তা র‌্যাব-১ এর কাছে এ বিষয়ে একটি অভিযোগ দেন।

অভিযোগে তিনি বলেন, আসামিরা কাস্টমসকে ফাঁকি দিয়ে ও ভুয়া কাগজ-পত্র দেখিয়ে পণ্য খালাসের চেষ্টা করে এবং কাস্টমস কর্মকর্তাদের পণ্য আটকের সময় সরকারি কাজে বাধা দেয়। পরবর্তীতে তারা ওই কর্মকর্তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। ওই অভিযোগের ভিত্তিতে লিটন ও ইয়াকুবকে গ্রেফতার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৬/আজম/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর