১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪০

ঘন কুয়াশায় বিমান চলাচল বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘন কুয়াশায় বিমান চলাচল বিঘ্ন

ঘন কুয়াশার কারণে বিঘ্ন হয়েছে বিমান চলাচল। এ কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে চারটি বিমান অবতরণ করতে না পেরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করে।

পরে আবহওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে বিমান চারটি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাতে তিনটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে অবতরণ করেছে।

শনিবার ভোরে আরেকটা বিমান চট্টগ্রামে অবতরণ করেছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানগুলো চট্টগ্রাম ছেড়ে যায়।

জানা যায়, শুক্রবার রাতে রিজেন্ট এয়ারওয়েজের কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইট রাত ১২টা ৬ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। রাত ১২টা ১১ মিনিটে কাঠমান্ডু থেকে এবং ১২টা ২৯ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দ এয়ারের দুটি ফ্লাইট চট্টগ্রাম অবতরণ করে। শনিবার ভোরে কুয়েত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে।

বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর