২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৪৯

সিলেটে বসুন্ধরা টিস্যু পণ্যের সাফল্য উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বসুন্ধরা টিস্যু পণ্যের সাফল্য উদযাপন

সিলেটে বসুন্ধরা টিস্যু পণ্যের ‘ট্রেড স্কিম ২০১৫’ এর সাফল্য উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেল মিলনায়তনে ঝমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বসুন্ধরা টিস্যু ও পেপার প্রোডাক্টসের মহা ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. মাসুদুজ্জামান বলেন, বসুন্ধরা টিস্যু ও কাগজাত পণ্য গুণে-মানে সেরা। উন্নত কাচামাল ও আধুনিক স্বয়ংক্রিয় মেশিনে তৈরি বসুন্ধরার পণ্য বিশ্বমানের। দেশের চাহিদার ৯০ ভাগ টিস্যুর যোগান দিয়ে থাকে বসুন্ধরা। বসুন্ধরা টিস্যু এখন দেশ ছাড়িয়ে বিদেশেও সুনামের সাথে রফতানি হচ্ছে। বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসায়িক চিন্তা নয়, দেশ ও মানুষের কল্যাণের কথা ভাবে বলেই পণ্যের মানে কোন ছাড় দেয় না। তাই মানুষও আস্থার সাথে বসুন্ধরার টিস্যুসহ অন্যান্য পণ্য ব্যবহার করে থাকেন।

বসুন্ধরা টিস্যুর পরিবেশক চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আমিনুজ্জামান জোয়াহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ 
অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা টিস্যুর সিলেট বিভাগীয় ব্যবস্থাপক (বিক্রয়) মো. আবদুল মান্নান, এরিয়া সেলস ম্যানেজার মো. হাফিজুর রহমান। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মো. বদরুল ইসলাম। 

অনুষ্ঠানে সিলেট জেলার তিন শতাধিক ব্যবসায়ী অংশ নেন। আলোচনাপর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর