২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৩৫

'মিডিয়া বাংলাদেশকে অনেক দূর নিয়ে এসেছে'

অনলাইন ডেস্ক

'মিডিয়া বাংলাদেশকে অনেক দূর নিয়ে এসেছে'

মিডিয়া বাংলাদেশকে অনেক দূর নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ‘বসুন্ধরা’র চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে নিউজটোয়েন্টিফোর’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বসুন্ধরা’র চেয়ারম্যান বলেন, শর্টকাট বলতে সফলতার কোনো সংজ্ঞা নেই। সফলতার জন্য কাজকে ভালোবাসতে হয়। তিনি বলেন, শিক্ষা জীবনে কে ফার্স্ট ডিভিশন পেলো আর কে সেকেন্ড ডিভিশন পেলো সেটা বড় বিষয় নয়। বাস্তব জীবনে কে সফল হলো সেটাই বড় কথা।
 
আহমেদ আকবর সোবহান বলেন, নিউজটোয়েন্টিফোর শুরুর আগেই বাজারে অনেক আলোচনা হচ্ছে। আমরা বাংলাদেশের এক নম্বর চ্যানেল হতে চাই। উদ্বোধনের দিন থেকেই একসঙ্গে সারা বিশ্ব থেকে দেখা যাবে চ্যানেলটি। তিনি বলেন, আমরা মিডিয়া শুরু করেছি মাত্র কয়েক বছর হলো। এরই মধ্যে মিডিয়া জগতে সাড়া ফেলতে সক্ষম হয়েছি। এর প্রধান কারণ হচ্ছে, আমাদের মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে। এখানে মালিকের কোনো ‍অস্তিত্ব নেই।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, নিউজটোয়েন্টিফোর’র সিইও ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। উপস্থিত ছিলেন নিউজটোয়েন্টিফোর’র সিএনই শাহনাজ মুন্নী, হেড অব নিউজ ইব্রাহিম আজাদ, হেড অব কারেন্ট ‍অ্যাফেয়ার্স সামিয়া রহমান, চিফ রিপোর্টার নাজনীন মুন্নী প্রমুখ।
 
মঙ্গলবার শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ০১ মার্চ পর্যন্ত। দেশের প্রথিতযশা সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষকরা বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন। 
 


বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর