২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:২৪

পুলিশের বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

পুলিশের বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ

সংগৃহিত

উল্টো দিক থেকে আসা পুলিশের গাড়ির চাপায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশা ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইউনির্ভাসিটিটির সামনের সড়কে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বনানীতে উল্টোদিক থেকে আসা পুলিশের রিকুইজেশন একটি বাসের চাপায় আশা ইউনিভার্সিটির ছাত্র রিয়াজ উদ্দিন তপু (২৫) মারা যান।

এদিকে, মঙ্গলবার শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর পরিবারকে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে আর্থিক ক্ষতির আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে নির্ধারিত তারিখের মধ্যে প্রতিশ্রুতি না রাখা হলেও আবারও সড়ক অবরোধ করা হবে বলে তারা হুঁশিয়ারি করে দেন।

বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর