২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৫৪

'শাহজালাল থেকে ইপিজেড পর্যন্ত উড়াল সড়ক হবে'

নাজমুল হুদা, সাভার

'শাহজালাল থেকে ইপিজেড পর্যন্ত উড়াল সড়ক হবে'

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত মোট ৪২ কিলোমিটার উড়াল সড়ক (এলিভেডেট এক্সপ্রেসওয়ে) নির্মাণ করা হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলে, আগামীকাল বিশাল এই উন্নয়ন পরিকল্পনার পরামর্শক নিয়োগে চুক্তি হবে।

মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়ায় সড়ক সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে স্থায়ীভাবে ভোগান্তী কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত মোট ৪২ কিলোমিটার এলিভেডেট এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) নির্মাণ করা হবে। এর মধ্যে ২২ কিলোমিটার হবে র‌্যাম্প।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সবক্ষেত্রেই বিএনপির নালিশ করার স্বভাব। তারা যেখানে কাউন্সিলের জন্য প্রাাথমিকভাবে পছন্দ করেছিলো সেটা তো সরকারের না। কোন প্রতিষ্ঠান যদি রাজনৈতিক দলের কোন সম্মেলন বা কর্মসূচি আয়োজন করতে না দেয় তাতে সরকারই বা কি করতে পারে।

বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর