২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫৩

ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিত

অনলাইন ডেস্ক

ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিত

জঙ্গি অর্থায়নের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চেম্বার আদালত এই আদেশ দেন।

এর আগে সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত শাকিলাকে দুই মামলায় জামিন দেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ আগস্ট রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে চট্টগ্রাম বিএনপির নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিনজনকে আটক করে র‌্যাব-৭। পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ দু’টি মামলায় তিনি কারাগারে রয়েছেন।

বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর