২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৩৮

'বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২৭ কর্মকর্তা জড়িত'

নিজস্ব প্রতিবেদক:

'বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২৭ কর্মকর্তা জড়িত'

রাষ্ট্রায়ত্ব বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে ৫৬টি প্রতিষ্ঠান ও ব্যাংকের ২৭কর্মকর্তা জড়িত ছিল বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের আজকের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত জাতীয় পার্টির সেলিম উদ্দিনের (সিলেট-৫) প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী দেওয়া তথ্য অনুয়ায়ী, বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান, কাজী ফখরুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোরশেদ, উপ-মহাব্যবস্থপনা পরিচালক ফজলুস সোবহান, কনক কুমার পুরকায়স্থ, সাময়িক বরখাস্তকৃত উপ ব্যবস্থাপনা পরিচালক এ মোনায়েম খান, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম, মহাব্যবস্থাপক জয়নুল আবেদীন চৌধুরী, মো. মোজাম্মেল হোসেন, সাময়িক বরখাস্তকৃত মহাব্যবস্থাপক খন্দকার শামীম হাসান, মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, গোলাম ফারুক খান, চাকরিচ্যুত মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী, সাবেক উপ মহাব্যবস্থাপক কোরবান আলী, উপ মহাব্যবস্থাপক ওমর ফারুক, চাকরিচ্যুত উপ মহাব্যবস্থাপক শিপার আহমেদ, সাময়িক বরখাস্তকৃত উপ মহাব্যবস্থাপক এস এম ওয়ালিউল্লাহ, সহকারী ব্যবস্থাপক মো. জহির উদ্দিন, মো. ইমরুল ইসলাম, আবদুস সবুর, আবদুস সাত্তার খান, পলাশ দাশ গুপ্ত, ইকরামুল বারী, সাবেক সহকারি ব্যবস্থাপক সরোয়ার হোসেন, ব্যবস্থাপক মো. মুহিবুল হক, চাকরিচ্যুত উপ ব্যবস্থাপক এসএম জাহিদ হাসান ও উপ ব্যবস্থাপক এন এ তোফিকুল আলম।  

এছাড়া আজাদ ট্রেডিং, ভাসাবি ফ্যাশান লি. তাহমিনা ডেনিম লি. লাইফ স্টাইল ফ্যাশন মেকার লি. ইউকে বাংলা ট্রেডিং লিমিটেডসহ ৫৬টি প্রতিষ্ঠানও এর সঙ্গে যুক্ত ছিল।
 
অর্থমন্ত্রী আরো জানান, বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালের ২৫ মে বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকরি থেকে অপসারণ করে।  সরকারের পক্ষ থেকে বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ২০১৪ সালের ৬ জুলাই অর্থমন্ত্রণালয় তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে একজন অভিজ্ঞ ব্যাংকারকে চেয়ারম্যান করে নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ দেয়।  

এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শেষে বিভিন্ন থানায় ৫৬টি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান, ৮টি সার্ভেয়ার প্রতিষ্ঠানের ১১ জন মালিক/কর্মকর্তা এবং ২৭ জন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দাখিল করা করেছ। মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, চলতি অর্থবছরে দেশে (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকা। এরমধ্যে আদায়কৃত রাজস্ব (গত ডিসেম্বর১৫ পর্যন্ত) আগের বছরের চেয়ে ১৫.২১ শতাংশ বেশী।

বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর