২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:০৪

সরকারি চাকরিতে প্রবেশে তথ্য যাচাই বাছাইয়ে সতর্ক থাকবে পুলিশ

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে প্রবেশে তথ্য যাচাই বাছাইয়ে সতর্ক থাকবে পুলিশ

এ কে এম শহীদুল হক ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশে প্রার্থীদের ভেরিফিকেশনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘ট্রেনিং অন ট্রান্স-ন্যাশনাল ক্রাইম সার্ক পার্সপেক্টিভ’ প্রোগ্রামে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

এ কে এম শহীদুল হক বলেন,' প্রার্থীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে কি না এবং নিজ এলাকায় তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন কি না বা তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, ভেরিফিকেশনের সময় এসব তথ্য যাচাই-বাছাইয়ে সতর্ক থাকবে পুলিশ।'

তিনি বলেন, 'কারোর রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তিনি অপরাধী কি না, সেটাই দেখব আমরা।'

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আইজিপি বলেন, 'এ নির্বাচনে যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে, সে ব্যাপারে তৎপর থাকবে পুলিশ।'

বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর