২২ মার্চ, ২০১৬ ১৯:১৮

ঢাবি সাংবাদিক সমিতির সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের মতবিনিময়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি সাংবাদিক সমিতির সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(ডুজা) সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রিটিশ কাউন্সিলের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক ম্যাট পিউসি, হেড অব মার্কেটিং আর্শিয়া আজিজ, মার্কেটিং ম্যানেজার শাকিলা আজিম, ডুজা সভাপতি আসিফুর রহমান, সাধারণ সম্পাদক লালন মাহমুদসহ ঢাবি ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধবৃন্দ। সভায় ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে ডুজাসহ তরুণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়। 

আর্শিয়া আজিজ ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে জানান, আগামী ২৮ ও ২৯ মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনে প্রথমবারের মতো মঞ্চায়িত হবে ‘এ ডিফারেন্ট রোমিও-জুলিয়েট’। কালজয়ী সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ঢাকা থিয়েটার ও যুক্তরাজ্যের গ্রায়ে থিয়েটারের সাথে যৌথভাবে ৭৫ মিনিটের এই নাটকটি মঞ্চস্থ করবে ব্রিটিশ কাউন্সিল। 

বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর