শিরোনাম
২৩ মার্চ, ২০১৬ ০৯:১৮

কুমিল্লায় বাস উল্টে বৃদ্ধ নিহত, আহত ৪০

অনলাইন ডেস্ক

কুমিল্লায় বাস উল্টে বৃদ্ধ নিহত, আহত ৪০

কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গিয়ে এজেএম নূর আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ৪০ যাত্রী। 

বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আহমেদ বগুড়া জেলার সোনাতলা থানার শিতারপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।

আহত ৪০ জনের মধ্যে গুরুতর অহত অবস্থায় কাউছার (২১), মিস্টার (২৬), আজহার (২৩), সামছুর রহমান (৫০), রফিকুল ইসলাম (৫০) রেহানা বেগম (৪৫), আবদুল হান্নান (৫৩), তারেকসহ (২১) ১০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের মধ্যে একজনকে ঢাকায় এবং অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেয়া হয়েছে।

জানা গেছে, বগুড়া থেকে চট্টগ্রামগামী একটি নৈশ কোচ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের চান্দশ্রী ব্রিজের নিচে উল্টে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এজেএম নূর আহমেদ মারা যান। এ ঘটনায় নারী-পুরুষসহ আরও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। 

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে।

বিডি-প্রতিদিন/২৩ মার্চ, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর