২৯ এপ্রিল, ২০১৬ ২১:০৭

ঢামেকে ভুয়া ডিবি পুলিশ আটক

অনলাইন ডেস্ক

ঢামেকে ভুয়া ডিবি পুলিশ আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ময়না তদন্ত ছাড়া মৃতদেহের ছাড়পত্রের তদবির করার সময় আবুল হোসেন মাহবুব (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

বাড্ডা থানার এসআই ইমরান হুসেন জানান, বেলা ৩টার দিকে রাজধানীর মেরুল বাড্ডা আনন্দনগর এলাকায় স্যানিটারির কাজ করার সময় রাকিব (২৩) নামে এক যুবক বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমরান আরো জানান, নিহতের আত্মীয়-স্বজনরা লাশ ময়না তদন্ত ছাড়াই বাড়ি নিয়ে যেতে চাইলে পুলিশ বিষয়টি দেখছে বলে আশ্বাস দেয়। এর কিছুক্ষণ পর আবুল হোসেন মাহবুব নিজেকে ডিবির এসআই পরিচয় দিয়ে তাড়াতাড়ি লাশের ছাড়পত্র দিতে বলেন। এ কথায় এসআই ইমরানের সন্দেহ হলে এক পর্যায়ে মাহবুবকে ডিবির পরিচয়পত্র দেখাতে বলেন। কিন্তু তিনি তা দেখাতে পারেননি। পরে তাকে আটক করে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুল হকের কাছে হস্তান্তর করার আনিসুল হক তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তোলে দেয়া হন।

আটক আবুল হোসেন মাহবুবের বাবার নাম মৃত বাচ্চু মিয়া। তিনি ৭/১ বাসাবো সবুজবাগ এলাকায় বসবাস করেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর