৩০ এপ্রিল, ২০১৬ ১৬:৫৮

রাজশাহীতে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় মামলা

রাজশাহী মহানগরীর গণকপাড়ায় এম. রায় জুয়েলার্সে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় শনিবার দুপুরে বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে লুটের ঘটনায় ১২০ ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এক লাখ ১০ হাজার নগদ টাকাও নিয়ে গেছে ডাকাতরা। সব মিলিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৫০ লাখ ৩০ হাজার টাকা। এম. রায় জুয়েলার্সের মনিষ রায় মামলাটি করেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান জানান, মনিষ রায় বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত কিংবা গ্রেফতার করা যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, পুলিশ ডাকাতদের শনাক্ত করে লুট হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারের চেষ্টা করছে। এরই মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছ। এছাড়া এ ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর আছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর গণকপাড়ায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে ১০-১৫ জন ডাকাত এম. রায় জুয়েলার্সে লুটপাট চালায়।

বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর