২ মে, ২০১৬ ১০:৪৬
অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে মেয়র আনিসুল হক

'উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে অগ্নিকাণ্ডের সম্পর্ক নেই'

অনলাইন ডেস্ক

'উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে অগ্নিকাণ্ডের সম্পর্ক নেই'

অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে কারওয়ান বাজারস্থ হাসিনা মার্কেটের অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে একথা বলেন।
মেয়র আনিসুল হক বলেন, 'কারওয়ান বাজার হাসিনা মার্কেটের আগুন একটি দুর্ঘটনামাত্র। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা দুঃখজনক ঘটনা। তবে উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।'
 
গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
 
মেয়র আনিসুল হক বলেন, 'এখানে ১৮৬টি দোকান স্থায়ী বরাদ্দ ছিল। আরও কিছু অস্থায়ী বরাদ্দ ছিল। সব পুড়ে গেছে।'
 
উল্লেখ্য, গতরাত সাড়ে ৭টার দিকে হাসিনা মার্কেটে আগুন লাগে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


বিডি-প্রতিদিন/২ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর