৫ মে, ২০১৬ ১৬:৩৭

ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস নিজস্ব প্রতিবেদক, সিলেটর সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে। বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত থাকলেও সাক্ষী হাজির না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান আগামী ১১ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য্য করেছেন।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, বৃহস্পতিবার আদালতে আসামিরা উপস্থিত থাকলেও সাক্ষী হাজির ছিলেন না। এজন্য সাক্ষ্যগ্রহণ হয়নি।

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার আদালতে এসেছিল কিবরিয়া হত্যা মামলাটি। দ্রুত বিচার আদালতে মামলাটি ৯০ কার্যদিবসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এ সময় পেরিয়ে যাওয়ায় নিয়মানুযায়ী ১৫ কর্মদিবস করে দুই দফা সময় বাড়ানো হয়। সেই সময় শেষ হয় গত বছরের ৯ ডিসেম্বর। এমতাবস্থায় মামলার কার্যক্রম সিলেট দ্রুত বিচার আদালতে রাখতে গত ৬ জানুয়ারি আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ১১ মার্চ থেকে পুনরায় দ্রুত বিচার আদালতে বিচার শুরু হয় আলোচিত এ মামলার।

  

বিডি-প্রতিদিন/ ০৫ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর