৫ মে, ২০১৬ ১৭:২৮

ধর্মবিরোধী লেখা ফৌজদারি অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ধর্মবিরোধী লেখা ফৌজদারি অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মবিরোধী লেখালেখিকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে সংযত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আনসেনসরড ফ্যাক্ট ও ধর্মবিরোধী লেখালেখি ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারী অপরাধ।’

মন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে পরিষ্কার বলে দিয়েছি, দেশে কোনো আইএস নেই। কোনো জঙ্গির অস্তিত্ব নেই। দেশ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে।’

মন্ত্রী আরো বলেন, ‘আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী চক্রও যদি দেশীয় গোষ্ঠির সঙ্গে মিলিত হয়ে কোনো অপরাধ করে, তা কঠোর হস্তে দমন করা হবে।’

মন্ত্রী জানান, বৈঠকে জুলহাস ও তনয় হত্যাকেণ্ডের বিষয়ে তার মনোভাব জানিয়েছেন নিশা দেশাই বিসওয়াল। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ০৫ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর