৫ মে, ২০১৬ ২০:১২

চবির নামে কোনো প্রকাশনা আর থাকছে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চবির নামে কোনো প্রকাশনা আর থাকছে না

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রিক বেআইনিভাবে দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালসহ সকল প্রকার প্রকাশনা আর থাকছে না। চবি কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করা যাবে না। কেউ এসব প্রকাশনার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, অনুমতি ব্যতিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বাৎসরিক প্রকাশনা, বিশেষ পত্রিকা এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্পূর্ণভাবে বেআইনী। এ সমস্ত বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা যাচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি-প্রতিদিন/ ০৫ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর