৬ মে, ২০১৬ ২১:২৬

রাজশাহী রেলওয়ে হাসপাতালের সব চিকিৎসা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী রেলওয়ে হাসপাতালের সব চিকিৎসা বন্ধ

রাজশাহী রেলওয়ে হাসপাতালের বর্হিবিভাগের (আউটডোর) পর এবার এবার অভ্যন্তরীণ (ইনডোর) বিভাগেরও চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকে হাসপাতালে তালা ঝুলছে। সকালে কর্মকর্তা-কর্মচারীরা ওয়ার্ডে ভর্তি থাকা একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করে প্রধান ফটকে তালা দিয়ে বাসায় চলে গেছেন। ফলে এ দিন নতুন করে কোনো রোগী হাসপাতালে ভর্তি হতে পারেননি। আর আগের চারদিনের মতোই চিকিৎসা দেওয়া হয়নি বর্হিবিভাগেও।

গত ২৮ এপ্রিল রাজশাহী রেলওয়ের এই হাসপাতালে স্থানীয় যুবলীগের কয়েকজন সন্ত্রাসীর তাণ্ডবের পর কর্মকর্তা-কর্মচারীরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ করেও কোনো সুফল না পাওয়ায় তারা এমন আন্দোলনে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার (সিএমও) নীলেন্দ্র কিশোর ভট্টাচার্য বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। শুক্রবার থেকে হাসপাতাল পুরোপুরি বন্ধ আছে। আমরা রবিবার মামলা দায়ের করবো।’

বিডি-প্রতিদিন/ ০৬ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর