২৫ মে, ২০১৬ ১৪:৪৩

বরিশাল বিএম কলেজে ভর্তি কার্যক্রম স্থগিতের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল বিএম কলেজে ভর্তি কার্যক্রম স্থগিতের দাবি

স্বতন্ত্র একাডেমিক ভবন নির্মান এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত বরিশাল বিএম কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভর্তি কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। 

এ দাবিতে আজ সকাল ১১টায় বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা বলেন, স্বতন্ত্র একাডেমিক ভবন ও শিক্ষক নিয়োগ না দিয়েই বিএম কলেজে এইচএসসি কোর্স চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এতে স্নাতক এবং স্নাতকোত্তর (অনার্স ও মাস্টার্স) কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের ওপর প্রভাব পড়বে বলে আশংকা তাদের। 

 

বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৬/ হিমেল-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর