২৫ মে, ২০১৬ ১৮:৪৯

শাহ আমানতে ৬০ কেজি কচ্ছপের মাংসসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

শাহ আমানতে ৬০ কেজি কচ্ছপের মাংসসহ দুজন আটক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৯ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের মাংস আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে কার্গো শাখা থেকে দুই কার্টন ভর্তি এ মাংস আটক করা হয়। জিআর ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান হংকংয়ের রিকি ট্রেডিং এর নামে মাংসগুলো রফতানি করছিল। এ ঘটনায় রফতানিকারক প্রতিষ্ঠানের দুই কর্মচারিকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে মাংসগুলো কচ্ছপের বলে সনাক্ত করেছেন। ল্যাব টেস্টের পরে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় রফতানিকারক প্রতিষ্ঠানের কর্মচারি রণজিত পাল ও রিপন দে নামে দুইজনকে সিভিল এভিয়েশন বিভাগের কর্মকর্তারা আটক করে বন্য প্রাণী বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কার্গো শাখায় এ ধরনের অবৈধ কাজের পেছনে কার্গো শাখার সিকিউরিটি ইনচার্জ ওমর শরীফের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমন অভিযোগ কাস্টমস কর্তৃপক্ষের কাছেও রয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা সোহেল রানা।

বিডি-প্রতিদিন/ ২৫ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর