২৬ মে, ২০১৬ ২০:১১

'জামায়াত ছাড়া সব দলকে সম্মেলনে আমন্ত্রণ'

নিজস্ব প্রতিবেদক

'জামায়াত ছাড়া সব দলকে সম্মেলনে আমন্ত্রণ'

ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, দলের কেন্দ্রীয় সম্মেলনে যোগদানের জন্য ১৫-২০টি বিদেশি রাষ্ট্র ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতে ইসলামী ছাড়া দেশের সকল রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে। সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

অভ্যর্থনা-উপ কমিটির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) ফারুক খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ সামাদ প্রমুখ। 

 

বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর