২৬ মে, ২০১৬ ২০:৫১
জামিন পেয়েও

মুক্তি পাননি রাসিকের বরখাস্ত হওয়া মেয়র বুলবুল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মুক্তি পাননি রাসিকের বরখাস্ত হওয়া মেয়র বুলবুল

রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল সবগুলো মামলায় জামিন পেলেও ছাড়া পাননি। বুলবুলের স্ত্রী রেবেকা সুলতানা সিমি অভিযোগ করেছেন, উচ্চ আদালত থেকে বুলবুল সবগুলো মামলায় জামিন পেয়েছেন। কিন্তু কারাগার থেকে বৃহস্পতিবার তাকে ছাড়া হয়নি।

বুলবুলের আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন জানান, রাসিকের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে ৯টি মামলা ছিল। বৃহস্পতিবার নাশকতার একটি মামলার জামিন দেন উচ্চ আদালত। এর ফলে তিনি সবগুলো মামলায় জামিন পেয়েছেন। এ সংক্রান্ত কাগজপত্র রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে কারাগার থেকে মুক্ত করার কথা। কিন্তু সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ জানায়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে মুক্ত না করা সংক্রান্ত একটি কাগজ আসায় তারা আপাতত ছাড়তে পারছেন না।

রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান, বুলবুলের জামিন ও তাকে না ছাড়া সংক্রান্ত দুটি কাগজ তারা পেয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


 

বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর