২৭ মে, ২০১৬ ১৮:৩৫

পিস্তল গুলি হারানোয় পুলিশ উপ-পরিদর্শক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

পিস্তল গুলি হারানোয় পুলিশ উপ-পরিদর্শক বরখাস্ত

হেফাজতে থাকা ১৬ রাউন্ড গুলিসহ একটি সরকারি পিস্তল হারিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন জাফর আহমেদ নামে পুলিশের এক উপ-পরিদর্শক।

বরখাস্ত হওয়া উপ-পরিদর্শক জাফর নগরীর আকবর শাহ থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে পিস্তল হারানোর খরব জানাজানি হওয়ার পর শুক্রবার জাফরকে সাময়িক বরখাস্তের আদেশদেন মহানগর উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) সঞ্চয় কুমার কুন্ড।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) শেখ শরীফুল ইসলাম বলেন, ‘পিস্তল ও গুলি চুরির বিষয়টি জানিয়ে রিপোর্ট করার পর শুক্রবার সকালে এসআই জাফরকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।’

জানা যায়, বৃস্পতিবার বাসায় সরকারি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি রেখে থানায় আসেন এসআই জাফর আহমেদ। পরে বাসায় গিয়ে তিনি দেখতে পান বাসার দরজায় থাকা তালা ভাঙা বরাদ্দকৃত পিস্তল ও ১৬ গুলি রাউন্ড গুলি নেই। এ ঘটনায় অজ্ঞাতনাদের আসামি করে এসআই জাফর একটি মামলা করেছে।

বিডি-প্রতিদিন/ ২৬ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর