২৭ মে, ২০১৬ ২২:০৩

'ইসলাম বিরোধী বিষয় বাতিল ও পাঠদান বন্ধ করুন'

অনলাইন ডেস্ক

'ইসলাম বিরোধী বিষয় বাতিল ও পাঠদান বন্ধ করুন'

পাঠ্য বই থেকে ইসলাম বিরোধী বিতর্কিত বিষয়গুলো বাতিল করে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সরকারের প্রতি দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আর অবিলম্বে পাঠ্য বই থেকে ধর্শবিরোধী বিষয়গুলোর পাঠদান বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ বাতিল দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে সভাপতির বক্তব্যে এ দাবি করেন তিনি।

চরমোনাই পীর বলেন, বাংলা পাঠ্য বইয়ের বিতর্কিত বিষয়গুলোর পাঠদান বন্ধের নির্দেশ দিন। নতুন শিক্ষাবর্ষে ধর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ পাঠ্যবই ছাত্রছাত্রীদের হাতে দিন।

তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ বাতিল করতে হবে। এসব শিক্ষা পদ্ধতি বাস্তবায়িত হলে দেশের মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ করা হবে আর বিতর্কিত সিলেবাসের বই পড়াতে বাধ্য করা হবে।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফজজুল করীম, নায়েবে আমির মুফতি মোসাদিদক বিল্লাহ মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ, জাকারিয়া রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ২ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর