৩০ মে, ২০১৬ ১২:২৬

বৃত্তিতে উচ্চ মাধ্যমিকে পড়ার সুযোগ

প্রেস বিজ্ঞপ্তি

বৃত্তিতে উচ্চ মাধ্যমিকে পড়ার সুযোগ

রাজধানীর প্রতিষ্ঠিত যে কোন বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনার জন্য বার্ষিক টিউশন ফি প্রকৃতপক্ষে লাখ টাকার বেশি। তবে এসএসসিতে কোনো শিক্ষার্থীর যদি জিপিএ-৫ থাকে তাহলে তার টিউশন ফি পড়বে বার্ষিক মাত্র ৪৮ হাজার টাকা! আর বাকি অর্থ মিলবে বৃত্তিবাবদ! আবার কোনো শিক্ষার্থী যদি এসএসসিতে জিপিএ ৪.০০ থেকে ৪.৯৯ পায় তাহলে তার বৃত্তির পরিমাণ দাঁড়াবে বার্ষিক ১ লাখ ২০ হাজার টাকা অর্থাৎ তার বার্ষিক টিউশন ফি মাত্র ৬০ হাজার টাকা! একইভাবে কারও যদি জিপিএ মাত্র ৩.০০ থেকে ৩.৯৯ হয় তাহলে তার  টিউশন ফি দাঁড়াবে বছরে মাত্র ৭২ হাজার টাকা অর্থাৎ সে বৃত্তিবাবদ পাবে ১ লাখ ৮ হাজার টাকা। বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীই তাদের টিউশন ফি ১২টি কিস্তিতে পরিশোধ করতে পারবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মনে রাখতে হবে, এইচএসসি হচ্ছে তাদের শিক্ষা জীবনের সবচেয়ে মূল্যবান সময়। তাই এই সময়ের সঠিক ব্যবহারের উপরই একজন শিক্ষার্থীর কাঙ্ক্ষিত উচ্চশিক্ষা নির্ভর করে। এ লক্ষে ২০১৬-২০০১৭ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে ভর্তি ইচ্ছুকদের বিশেষ এই বৃত্তি দিচ্ছে ঢাকার 'কুইন মেরী কলেজ'। প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিকে ভর্তি ও বৃত্তির বিষয়ে আরো জানতে # ০১৭৫০০০০৯৪৬-৭ অথবা ভিজিট করতে পারেন www.queenmarycollege.edu.bd

বিডি-প্রতিদিন/৩০ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর