Bangladesh Pratidin

প্রকাশ : ১ জুন, ২০১৬ ১৮:১৬
আপডেট : ১ জুন, ২০১৬ ১৮:৪১
ছাত্রদল কর্মীকে পেটালেন জবি ছাত্রলীগের নেতা-কর্মীরা
জবি প্রতিনিধি:
ছাত্রদল কর্মীকে পেটালেন জবি ছাত্রলীগের নেতা-কর্মীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ইয়ামিন ওসমান সম্রাট নামের এক ছাত্রদল কর্মীকে পিটিয়েছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে এই ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় ছাত্রদল কর্মী পরিচয় পেয়ে তাফসীর আহমেদ সৌরভ, শ্রাবণ হালদার সাগর, আশিক আবির, হাসিবুল হাসানসহ বেশকয়েকজন ছাত্রলীগ কর্মী উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করে। এতে সম্রাট মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে  ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রক্টোরিয়াল বডির সদস্যরা।  

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে ঘটনাটি পলিটিক্যাল না ব্যক্তিগত সে বিষয়ে বিস্তারিত জানেন না। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


বিডি-প্রতিদিন/ ০১ জুন, ২০১৬/ আফরোজ
 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow