Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ৪ জুন, ২০১৬ ১৭:৪৪
আপডেট :
'টাকার অভাবে ঝরে পড়ছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা'
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
'টাকার অভাবে ঝরে পড়ছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা'

সবার জন্য শিক্ষা উন্মুক্ত করতে হবে। অনেক সময় টাকার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য অভিশাপ। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়ছে টাকার অভাবে। অনেক কলেজের শিক্ষকরা এসব বিষয় আমলে নেয় না। তবে বিষয়টি আমলে নেওয়া খুবই জরুরি।

শনিবার 'সবার জন্য শিক্ষা : আমাদের করনীয়' শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. আমিনুল ইসলাম খান।

বরিশাল সরকারী বিএম কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর শচীন রায়, বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এমএ কাইউম উদ্দিন আহম্মেদ প্রমূখ।

সরকারী বিএম কলেজের আয়োজনে সেমিনারে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ ০৪ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow