Bangladesh Pratidin

প্রকাশ : ৭ জুন, ২০১৬ ১৬:২৬
আপডেট :
গাজীপুরে অস্ত্রের মুখে অর্ধকোটি টাকা ছিনতাই
অনলাইন ডেস্ক
গাজীপুরে অস্ত্রের মুখে অর্ধকোটি টাকা ছিনতাই
প্রতীকী ছবি

গাজীপুর সদরে অস্ত্রের মুখে একটি পোশাক কারখানার প্রায় অর্ধকোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় ছিনতাইকারী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোঁড়ে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি পারিজাত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, পারিজাত এলাকার একটি গার্মেন্টের একাউন্টস ও প্রশাসন বিভাগের কয়েকজন কর্মকর্তা সকালে একটি বেসরকারি ব্যাংকের কোনাবাড়ি শাখা থেকে ৪৮ লাখ ৫০ হাজার টাকা তুলে মাইক্রোবাসযোগে কারখানায় ফিরছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী গাড়িটি পারিজাত আমতলা এলাকায় পৌঁছলে তিনটি মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থামিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ”

এসআই রফিকুল আরও বলেন, ব্যাংক থেকে টাকা তোলার বিষয়টি কারখানা কর্তৃপক্ষ পুলিশকে জানায়নি এবং কোনো সহযোগিতাও চায়নি। এমনকি তাদের নিজস্ব কোনো নিরাপত্তাকর্মীও সঙ্গে ছিল না। ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow